• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

রমজানে অধিক চাহিদার ভোগ্যপণ্যের আমদানি প্রচুর, ফল-ফলাদির আমদানি কম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৭:২৫, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:২৬, ৯ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
রমজানে অধিক চাহিদার ভোগ্যপণ্যের আমদানি প্রচুর, ফল-ফলাদির আমদানি কম

ফাইল ছবি

রমজানে অধিক চাহিদার ভোগ্যপণ্য ছোলা,ডাল প্রচুর আমদানি হলেও খেজুরসহ ফল-ফলাদি আমদানি হয়েছে কম। সরকারি সংস্থা ও ব্যবসায়ীরা বলছেন, কিছু ভোগ্যপণ্য কম আমদানি হলেও আগামী দুইমাসে পর্যাপ্ত আমদানির সুযোগ রয়েছে। তাই রমজানে সংকট হবে না মনে করেন তারা।

দেশে রমজানে চাহিদা বাড়ে ছোলা, নানাজাতের ডাল, খেজুর, আপেলসহ বিভিন্ন ফল-ফলাদির। অন্য সময় এসব ভোগ্যপণ্য লোকজন অনিয়মিতভাবে খেলেও রমজানে তা পরিনত হয় নিয়মিত ভোগ্যপণ্যে। তাই এসব ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে কয়েকগুণ। সেই মোতাবেক রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্যের আমদানি বাড়ান ব্যবসায়ীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য বলছে, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে ছোলা আমদানি হয়েছে ৩০ হাজার ৩৫৮ টন, মসুর ডাল ২ লাখ ২৫ হাজার ৬২৫ টন, মটর ৩ লাখ ৮৭ হাজার ৪৮৪টন। ২০২৩ সালের একই সময়ে ছোলা আমদানি হয়েছে ১৩ হাজার ১৬৯ টন, মসুর ডাল ১ লাখ ১৪ হাজার ৮৪০ টন, মটর ১ লাখ ৮০ হাজার ৯৯৪ টন। ফলে ছোলা আমদানি বেড়েছে ১৭ হাজার ১৮৯ টন, মসুর ১ লাখ ১০ হাজার ৭৮৫ টন ও মটর ২ লাখ ৬ হাজার ৪৯০ টন। তবে এই ৬ মাসে তুলনামূলক আমদানি কমেছে খেজুর ৬ হাজার ৪৫৩ টন, আপেল ১০ হাজার ৯৮ টন ও আঙ্গুর ৩৯৯ টন।

পর্যাপ্ত আমদানি হওয়ায় বাজার স্বাভাবিক রয়েছে জানিয়ে পাইকারি ব্যবসায়ীরা বললেন, পণ্যের সরবরাহ লাইন ঠিক রাখলে রমজানে সংকট হবে না। তবে বড়-ছোট সব আমদানিকারকের এলসি করার সমান সুযোগ চান তারা।   

রমজান উপলক্ষ্যে খেজুর আমদানির পর্যাপ্ত সময় রয়েছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, কিছুদিনের মধ্যে সরবরাহ বাড়বে। 

এদিকে সরকারি দফতর বলছে, আগামী ২ মাসে আমদানির পরিমান সর্বোচ্চ হবে। নিউজিল্যান্ড, পাকিস্তান, মিশর এসব নতুন দেশ যুক্ত হওয়ায় আমদানি আরো বাড়বে ও রমজানে সংকট হবে না বললেন দায়িত্বশীল কর্মকর্তা।  

রমজানে দাম নিয়ে সাধারণের নাভিশ্বাস ওঠা বন্ধে সমন্বিত তদারকির পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত কেনার ক্ষেত্রে ভোক্তাদেরও সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

বিভি/এসজি

মন্তব্য করুন: