• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাজারে ডলারের দর স্থিতিশীল 

প্রকাশিত: ১৯:০৫, ১৫ মে ২০২৫

ফন্ট সাইজ
বাজারে ডলারের দর স্থিতিশীল 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বাজারভিত্তিক বিনিময় হার বাস্তবায়নের দ্বিতীয় দিনে (১৫ মে) বেশিরভাগ ব্যাংক ১২২ টাকা দরে ডলার কেনাবেচার সিদ্ধান্ত নেওয়ায় আমদানি ঋণপত্রের (এলস) ক্ষেত্রে ডলারের দাম স্থিতিশীল রয়েছে।

একটি সূত্র জানায়, আজ (বৃহস্পতিবার) বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি প্রধানরা এক অনানুষ্ঠানিক বৈঠকে বসে ১২২ টাকা দরে ডলার বেচাকেনা করার সিদ্ধান্ত নেন।

তবে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ১২২.৫০ টাকায় রেমিট্যান্স কিনেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রেজারি প্রধান বলেন, লাভ-ক্ষতির চিন্তা না করেই তারা এই দর নির্ধারণ করেছেন। 

তিনি আরও বলেন, ওই দুই ব্যাংক আজ বিনিময় হার নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো মৌখিক নির্দেশনা পায়নি।

ব্যাংকাররা বলছেন, ঈদকে ঘিরে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর কাছে ডলারের পর্যাপ্ত তারল্য রয়েছে। ফলে ডলার সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও কোনো অনিয়ম লক্ষ করা যায়নি।

এর আগে গতকাল (১৪ মে) বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে বাজারভিত্তিক বিনিময় হার চালু করার ঘোষণা দেয়। এটি ছিল আইএমএফের ঋণের কিস্তি পাওয়ার অন্যতম শর্ত।

তবে বিনিময় হারের একটি অঘোষিত সীমা থাকবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ডলার কেনাবেচার মাধ্যমে বৈদেশিক মুদ্রাবাজারে অব্যাহত রাখবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2