ব্যবসায়ীরা এখন চুপচাপ আর আমলারা আছেন বহাল তবিয়তে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারকে 'চোরতন্ত্র' আখ্যা দিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ব্যবসায়ীরা এখন চুপচাপ আর আমলারা আছেন বহাল তবিয়তে।
সোমবার (১৯ মে) রাজধানীর একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আগামী বাজেট নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সরকারের মধ্যমেয়াদী কোনো পরিকল্পনা নেই। আগের সরকারের ফিসকেল কাঠামোর ওপর দাঁড়িয়েই আসছে নতুন বাজেট। বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে সবার সাথে যে আলোচনা করা দরকার ছিলো, সরকারের পক্ষ থেকে তা দেখা যায়নি। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি চার শতাংশ এবং করভিত্তিক জিডিপি অনুপাত ১০ শতাংশের নিচে থাকবে বলেও মনে করেন তিনি। অর্থনৈতিক সংস্কারে সরকারের সমন্বয়, স্বচ্ছতা ও সহযোগিতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন দেবপ্রিয়।
বৈঠকে সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, পাচার করা অর্থের আকার অনেক বড়। সেটাকে ফেরত আনতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য তার।
বিভি/এআই
মন্তব্য করুন: