• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আবারও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

প্রকাশিত: ১৪:৩৩, ১৯ মে ২০২৫

ফন্ট সাইজ
আবারও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য উত্তেজনায় কয়েক মাস ধরেই অস্থির আন্তর্জাতিক স্বর্ণের বাজার। দুই দেশের শুল্কযুদ্ধে শিথিলতা আসার পর কিছুটা কমেছিল দাম। তবে নতুন করে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি ও ডলারের মান কমে যাওয়ায় বিশ্ববাজারে আবারও এ ধাতু মূল্য ঊর্ধ্বমুখী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পুনঃপ্রতিষ্ঠার হুমকি ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোমবার (১৯ মে) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে প্রায় দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ২১৬ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও প্রায় ১ শতাংশ বেড়েছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ২১৯ দশমিক ২০ ডলারে বিক্রি হচ্ছে।

মার্কিন-চীন বাণিজ্য অস্থিরতার মধ্যে গত শুক্রবার (১৬ মে) ২ শতাংশেরও বেশি দরপতনের মুখে পড়ে স্বর্ণের বাজার। যা গত নভেম্বরের পর সবচেয়ে খারাপ সপ্তাহ হিসেবে চিহ্নিত হয়। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ক্রেডিট রেটের ছন্দপতন ও বাজারের ঝুঁকি-মুক্তির প্রতিক্রিয়া স্বর্ণের দামে কিছুটা পরিবর্তন এনেছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও চীন একে-অপরের ওপর প্রায় একইরকম শুল্ক আরোপ করে। এর ফলে বাণিজ্য যুদ্ধ শুরু হয়, যা বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা বাড়িয়ে তোলে।

এদিকে বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার (১৭ মে) ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। রবিবার (১৮ মে) থেকে দেশের বাজারে নতুন এই দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2