• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রফতানি পণ্যের সংখ্যা বাড়ানো প্রয়োজনঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৬:৪৯, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
রফতানি পণ্যের সংখ্যা বাড়ানো প্রয়োজনঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।

রফতানি পণ্যের সংখ্যা বাড়ানো প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করতে আসবেন, তাঁরা এখান থেকে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর বাজার ধরারও একটা সুযোগ পাবেন। তাঁর সরকার সেভাবেই দেশের উন্নয়ন করে যাচ্ছে। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী ‘বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সাত দিনব্যাপী এই সম্মেলন আমাদের দেশের জন্য সম্ভাবনাময় নয়টি খাত, যেমনঃ অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও ফিনটেক, চামড়া, ওষুধ, স্বয়ংক্রিয় ও ক্ষুদ্র প্রকৌশল, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পাট-বস্ত্রশিল্পসহ অতি চাহিদাসম্পন্ন ভোগ্যপণ্য উৎপাদন এবং ক্ষুদ্র ব্যবসাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেছে, যা সময়োপযোগী।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নতুন আর কী কী পণ্য আমরা উৎপাদন করতে পারি এবং রফতানি করতে পারি, সেটাও গবেষণা করে বের করতে হবে। কোন কোন দেশে কী কী পণ্যের চাহিদা রয়েছে, সেটা অনুধাবন করে সেই পণ্য আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি কি না, সেটাও আমাদের বিবেচনা করতে হবে। আমি অনুরোধ জানাবো, আপনারা এই বিষয়ের দিকে বিশেষভাবে নজর দেবেন। কারণ, আমাদের রফতানি পণ্যের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করি।’

বাংলাদেশ বিশ্বের ৩৮টি দেশে একতরফা শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বাণিজ্যিক জোটের সংগে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি, যেমনঃ আঙ্কটাড, ইউএন-এসকাপ, ইউরোপীয় কমিশন, ডি-৮, বিমসটেক, আফটা ইত্যাদি।’

সূত্রঃ বাসস

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: