• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হঠাৎ কমলো সোনার দাম, কাল থেকেই কার্যকর

প্রকাশিত: ১৭:৩৭, ২৮ মে ২০২৩

ফন্ট সাইজ
হঠাৎ কমলো সোনার দাম, কাল থেকেই কার্যকর

হঠাৎ কমলো সোনার দাম, কাল থেকেই কার্যকর

ক্রমাগত দাম বৃদ্ধির পর এবার কমছে সোনার দাম। দেশের বাজারে প্রতি ভরি সোনায় ১ হাজার ৭৪৯ টাকা কমেছে। এতে করে বর্তমানে ২২ ক্যারেট) সোনার নতুন দাম দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৯৫ টাকা। আগামীকাল সোমবার (২৯ মে) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

রবিবার (২৮ মে) বাংলাদেশ জুয়েলারি সমিতি- বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি নতুন করে সোনার দাম কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। 

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৯৬ হাজার ৬৯৫ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯২ হাজার ৩২১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪০০ টাকা কমিয়ে ৭৯ হাজার ১৪০ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৫ হাজার ৯৬০ টাকা করা হয়েছে।

এর আগে গত ১০ এপ্রিল দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমে ২২ ক্যারেট সোনার দাম হয়েছিল ৯৭ হাজার ১৬১ টাকা।

বিভি/এজেড

মন্তব্য করুন: