• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

রাবির নতুন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব

সৈয়দ সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৯:১৬, ৫ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
রাবির নতুন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো। 

প্রজ্ঞাপনে আরো জানানো হয়, উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে; উপযুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নিয়োগের বিষয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক সালেহ হাসান নকীব জানান, "আমি এটিকে অনেক বড় দায়িত্ব হিসেবে মনে করছি; আমার সর্বোচ্চটা দিয়ে এ দায়িত্ব পালন করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়টিকে সুন্দর করতে গেলে আমার সকলের সহযোগিতা প্রয়োজন। আমি সকলের দোয়াপ্রার্থী।

বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে শুরু থেকেই সামনের সারিতে ছিলেন অধ্যাপক সালেহ হাসান নকীব।পদার্থবিজ্ঞানের একজন গবেষক হিসেবেও দেশব্যাপী তার পরিচিতি রয়েছে। এছাড়া তিনি ২০২১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম কোনো অধ্যাপক হিসেবে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স (টোয়াস)-এর  সদস্য পদ পান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2