• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

একাদশে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

প্রকাশিত: ২০:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
একাদশে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

মনোনীত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

যেভাবে ফল দেখবেন
শিক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি আবেদন ফরমে দেওয়া মোবাইল নম্বরেও ফলাফল এসএমএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

নিশ্চায়ন ফি পরিশোধ
যেসব শিক্ষার্থী কলেজে নির্বাচিত হয়েছেন, তাদের অবশ্যই ৩৩৫ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদ-এর মাধ্যমে। ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেয়া আছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2