• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

প্রকাশিত: ১১:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর)। বিকাল তিনটা পর্যন্ত এই সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন।

এর আগে গতকাল কেন্দ্র ও হল সংসদ নির্বাচনে ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ অক্টোবর করা হয়েছে।

কমিশনের দাবি, প্রার্থীদের অনুরোধে এই সিদ্ধান্ত। তবে, কমিশনের এই সিদ্ধান্তকে ছাত্রদলসহ বেশ কয়েকটি সংগঠন ও কিছু স্বতন্ত্র প্রার্থী স্বাগত জানালেও এটিকে ষড়যন্ত্রের অংশ বলছে ছাত্র শিবির।

এর আগে কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য ৯৩১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল। সবশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হয়েছিল চাকসু নির্বাচন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2