• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জানা গেল রাবি শিবির সেক্রেটারির পরিচয়, মাস্টার্সের রেজাল্ট ৩.৯২

সৈয়দ সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
জানা গেল রাবি শিবির সেক্রেটারির পরিচয়, মাস্টার্সের রেজাল্ট ৩.৯২

গত ২৩ সেপ্টেম্বর সভাপতির পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারির পরিচয়। তার নাম মো. মোস্তাকুর রহমান জাহিদ। 

মো. নায়েম বিল্লাহ নামের শিবিরের এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিবিরের এই নেতার মাধ্যমে জানা যায়, মোস্তাকুর রহমান জাহিদ রাবির এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। অনার্সে তার সিজিপিএ ৩.৭৬ এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় হন তিনি। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে। 

আরো জানা গেছে, শিবিরের এই নেতা গত বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছেন। তার বাসা নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্হানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক।

বিভি/এজেড

মন্তব্য করুন: