• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাবির মার্কেটিং বিভাগ কর্তৃক মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্প আয়োজন

প্রকাশিত: ০৮:৩২, ৩ জুলাই ২০২৫

আপডেট: ০৮:৩৩, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ঢাবির মার্কেটিং বিভাগ কর্তৃক মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্প আয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আব্দুল্লাহ ফারুক কনফারেন্স রুমে মার্কেটিং বিভাগের ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। মঙ্গলবার (২ জুলাই)  Let's Talk শিরোনামের এই ক্যাম্পেইনে বিশেষ বক্তা এবং প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: মাহবুবুর রহমান।

এছাড়াও অতিথি হিসেবে ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক, অধ্যাপক ড. নাসরিন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সঞ্চারী প্রতিভা, এডুকেশনাল এ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক সানেমুন ফাতেমা ক্যামেলিয়া, মানসিক স্বাস্থ্য এবং কাউন্সেলিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান লাইফ স্প্রিং'র প্রতিষ্ঠাতা ডাক্তার সাইদুল আশরাফ কুশল এবং মার্কেটিং বিভাগের অন্যান্য অধ্যাপকগণ। 

অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবার সাথে জড়িত দেশবরেণ্য ব্যক্তিদের আলোচনা শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে ভাববার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। একই সাথে প্রচলিত কুসংস্কার, ভুল ধারণা এবং মানুষের দৈনন্দিন জীবনে শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিক সুস্থতার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা, বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিকূলতা এবং সেসব কাটিয়ে উঠার উপায় ও সচেতনতামূলক পদক্ষেপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়। 

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমেও সমসাময়িক সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়েছে যা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিল। ব্যবসার প্রশাসন অনুষদে প্রথমবারের মতো এমন আয়োজনে সার্বিক দিকনির্দেশনায় ছিলেন প্রফেসর ড. নাসরিন আক্তার। সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইনটি বাস্তবায়নে ব্যবসায় প্রশাসন অনুষদ, মার্কেটিং বিভাগ সার্বিক সহযোগিতা করে।

মানসিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভবিষ্যতেও এমন আরো উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2