• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২১ জুলাই ছাত্রদল নেতার উদ‍্যোগে ঢাবিতে এআই ও রোবোটিক্স সেমিনার

প্রকাশিত: ১৬:১৩, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
২১ জুলাই ছাত্রদল নেতার উদ‍্যোগে ঢাবিতে এআই ও রোবোটিক্স সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও জুলাই অভ‍্যুথান উপলক্ষ‍্যে ঢাবিতে এ বছর ভর্তি হওয়া ২৪-২৫ সেশন ও আগের বছর ভর্তি হওয়া ২৩-২৪ সেশন এর শিক্ষার্থীদের জন‍্য এআই এ রেবোটিক্সের উপর সেমিনারের আয়োজন করেছেন জসীমউদ্দীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ তানভীর বারী হামিম।

ওই শিক্ষার্থীর প্রতিষ্ঠিত সংগঠন কমল মেডিএইড, ঢাবির উদ‍্যোগে সেমিনারটি আগামী ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সেমিনারটিতে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করতে হবে আগামী ১৫ জুলাইয়ের এর মধ‍্যে। অংশগ্রহণকারীদের জন্য থাকবে সার্টিফিকেট। 

বিষয়ে তানভীর বারী হামিম জানান-“ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের গবেষনা নির্ভর ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এ সেমিনারটি ভূমিকা রাখবে। সেমিনারটি পরিচালনা করবেন দেশের বিখ‍্যাত এআই ও রোবোট ইন্জিনিয়ারগণ যারা বয়সে ছোট হলেও দেশের সুনাম ও সম্মান রক্ষা করে চলছে। এ সেমিনারে ১০টির অধিক রোবট প্রদর্শিত হবে।”

কমল মেডিএইড,ঢাবি ইতোমধ‍্যে ক‍্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব কাজের মাধ‍্যমে ব‍্যাপক সুনাম কুড়িয়েছে। নারী স্বাস্হ‍্য সুরক্ষায় ভেন্ডিং মেয়ের প্রতিস্হাপন, পরিবেশ রক্ষায় পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষায় ছেলেদের ১৩টি হলসমূহের মাঝে আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট, সার্বজনীন স্বাস্হ‍্য সেবা নিশ্চিতকরণে কলাভবন সংলগ্ন বটতলায় ও রোকেয়া হল অভ‍্যন্তরে ফ্রি মেডিকেল ক‍্যাম্প, ঈদে হলে অবস্হানরত শিক্ষার্থীদের খাবার ব‍্যবস্হা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন সময়ে প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2