ববি ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেফতার
ছবি: মোঃ নুরুল ইসলাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মোঃ নুরুল ইসলাম গ্রেফতার হয়েছে। শুক্রবার ( ১ নভেম্বর) রাত ১১টায় চালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাসের ধাক্কায় নিহত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁঞা জানান, আমরা চালককে আটক করেছি। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তি প্রদান করা হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: