• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আবারও চালু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 

প্রকাশিত: ০৯:২৯, ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:৩১, ১৬ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আবারও চালু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 

২০২৫ সাল থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ফিরিয়ে আনার ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২০২৫ সালের শেষে এ পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে সচিব বলেন, ২০২৫ সালে সব শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশ নিবে। আগ্রহীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

২০০৯ সালে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা বাতিল করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। পরীক্ষার ফলের ভিত্তিতেই সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হতো। করোনাভাইরাস মহামারীর সময় ২০২০ সালে এ পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। পরে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ কমাতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করা হয়।

২০২২ সালের ডিসেম্বরে আবারও প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালু করা হয়। ওই ফলাফলের ভিত্তিতে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বৃত্তির জন্য নির্বাচিত ৮২ হাজারের বেশি শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়। তাদের মধ্যে ৩৩ হাজার জন ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং ৪৯ হাজার ৩৮৩ জন সাধারণ বৃত্তি পায়।
  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2