• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বেরোবি প্রশাসনকে শাড়ি-চুড়ি দিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ 

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২১:৪১, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বেরোবি প্রশাসনকে শাড়ি-চুড়ি দিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ 

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা। 

রবিবার (২০ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা "শাড়ি ও চুড়ি" উপহার দিয়ে প্রশাসনের নীরব ভূমিকার প্রতি তীব্র নিন্দা জানান। 

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং অফিস আদেশে লেজুড়বৃত্তিক রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকলেও ছাত্রদল ও শিবিরের কার্যক্রম নিয়মিতভাবে চলমান। প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে নির্বিকার ভূমিকা পালন করছে যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ও ছাত্র উপদেষ্টার অফিসে শাড়ি-চুড়ি দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “যে রাজনীতির বলি হয়ে শহীদ আবু সাঈদ প্রাণ হারিয়েছেন, সেই রাজনীতি আমরা চাই না। প্রশাসনের নির্লিপ্ততা প্রমাণ করে তারা শাড়ি-চুড়ি পরে বসে আছে। তাই আমরা আজ এই প্রতীকী উপহার দিয়েছি।”

প্রকৌশল অনুষদের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “বিগত সময়ে আমরা দেখেছি ছাত্র রাজনীতির নামে সিট বাণিজ্য, র‍্যাগিং ও সহিংসতা চলে। প্রশাসন এইসব বন্ধ না করে উল্টো প্রশ্রয় দিচ্ছে। আমরা অবিলম্বে এই রাজনীতি বন্ধ এবং একটি কার্যকর ছাত্র সংসদ গঠনের দাবি জানাচ্ছি।”

শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি নোটিশে জানায়, "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং এ বিষয়ে কেউ জড়িত থাকলে প্রমাণ সাপেক্ষে 'আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল' করা হবে। প্রয়োজনে দেশের প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।"

এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ফরম বিতরণ কর্মসূচী পালন করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রায় ১শ' এর মতো সদস্য ফরম বিতরণ করেন।

এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মিসা,যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো: আদনান,তাজুল ইসলাম খান।

কর্মী সম্মেলন প্রোগ্রামে সভাপতির দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন,ও সঞ্চালনায় সদস্য সচিব  রাশেদ খান।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ও ১৫ এপ্রিল ২০২৫-এর অফিস আদেশ অনুযায়ী ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ১১১তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2