বিশ্ববিদ্যালয় প্রশাসনে জামায়াতিকরণের প্রতিবাদে ছাত্র উপ-উপদেষ্টার পদত্যাগ

ছবি: সংগৃহীত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে জামায়াতিকরণের প্রতিবাদে ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টার পদ থেকে ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ।
বুধবার (৬ আগস্ট) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম একটি পদত্যাগ পত্র লেখেন।
পদত্যাগ পত্রে তিনি লেখেন, আমি নিম্নস্বাক্ষরকারী ১ মার্চ, ২০০৭ তারিখে এ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করি। ৯ ডিসেম্বর, ২০১৪ তারিখে রাজনৈতিক প্রতিহিংসার কারনে ফ্যাসিবাদীদের দ্বারা লাঞ্চিত ও চাকুরিচ্যুত হই।
৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পর চাকুরি ফিরে পাই। ৮ আগষ্ট ২০২৪ তারিখ প্রায় ১০ (দশ) বছর পর চাকুরিচ্যুতির পূর্বে যে পদে ছিলাম অর্থাৎ সহকারী অধ্যাপক পদে যোগদান করি। অথচ আমার সাথে যারা একই পদে একই সময়ে যোগদান করেছিলো তারা সবাই ২য় গ্রেডের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার মত রাজনৈতিক কারনে চাকুরিচ্যুত একজন সহকারী অধ্যাপককে একইসাথে দুইটি পর্যায়োন্নয়ন দিয়ে অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয় যা একই সিন্ডিকেটে অনুমোদিত হয়। কিন্তু আমার বেলায় দীর্ঘসূত্রিতা পরিলক্ষিত হচ্ছে। এতদসত্ত্বেও ছাত্র বিষয়ক উপদেষ্টার মৃত্যুতে ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টার দায়িত্ব পালনরত অবস্থায় আমার জুনিয়র একজনকে পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পদে দায়িত্ব দেওয়া হয়।
সবশেষ তিনি লেখেন, এমতাবস্থায় ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা হিসেবে কাজ করা আমার জন্য অত্যন্ত অসম্মানজনক ও বিব্রতকর বিধায় আমি উক্ত পদ হতে পদত্যাগ করছি।
বিভি/এআই
মন্তব্য করুন: