• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১৬ বছর পর মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা, জানা গেল সম্ভাব্য তারিখ

প্রকাশিত: ১৭:২২, ৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
১৬ বছর পর মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা, জানা গেল সম্ভাব্য তারিখ

ফাইল ছবি

সর্বশেষ ২০০৯ সালে ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবারও দীর্ঘ ১৬ বছর পর ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। ৫টি বিষয়ে ৫০০ নম্বরের পরীক্ষায় এক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

বুধবার (৬ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২১-২৮ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, পরীক্ষাগুলো হবে ৫টি বিষয়ের ওপর। এগুলো হলো, কোরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান। প্রতিটি বিষয়ে হবে ১০০ নম্বরের পরীক্ষা। মোট ৫০০ নম্বরে হবে এ পরীক্ষা। বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তি সুবিধা এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তিপ্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে।

এর আগে ২০০৯ সালে ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’ (পিইসি) শুরুর পর থেকে এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2