• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যা: অভিযুক্ত মাহিরসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ২১:০৫, ২০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যা: অভিযুক্ত মাহিরসহ ৩ জন গ্রেফতার

ছবি: জোবায়েদ হোসাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় অভিযুক্ত মাহির রহমানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পরে বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জানা যায়, রবিবার পুরান ঢাকার আরমানিটোলার নূরবক্স লেনের ‘রৌশান ভিলা’য় ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে খুন হন জোবায়েদ হোসেন। এই হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, ওই ছাত্রীর প্রেমঘটিত কারণেই খুন হয়েছেন জোবায়েদ।
 
আজ (সোমবার) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ওই ছাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ওই ছাত্রীর সঙ্গে মাহির রহমানের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিলো। তারা ছোটবেলা থেকেই প্রতিবেশী এবং একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন।

রফিকুল ইসলাম আরও বলেন, সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। কিছুদিন আগে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি মাহিরকে জানান, এখন জোবায়েদকে পছন্দ করেন তিনি। এটা জানার পর রাগে-ক্ষোভে মাহির তার বন্ধু নাফিসকে সঙ্গে নিয়ে জোবায়েদকে খুন করেন।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2