চবিতে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত কোরআন বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত কোরআন বিতরণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে ক্যাম্পাসের বুদ্ধিজীবি চত্ত্বরে এই আয়োজনে প্রায় ৫ হাজার কোরআন শরীফ বিতরণ করা হয়।
বিভিন্ন বিভাগের কোরআন শরীফ সংগ্রহ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা স্বেচ্ছায় এসব কোরআন শরীফ সংগ্রহ করেন। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চবি শিক্ষার্থীরা।
অন্যদিকে যেকোনো সময় যে কারো কোরআন শরীফের প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের অফিস থেকে সংগ্রহ করা যাবে বলেও জানান আয়োজকেরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: