• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

দাবি পূরণ করেছে সরকার, কাল থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

প্রকাশিত: ১৫:০১, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:০১, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
দাবি পূরণ করেছে সরকার, কাল থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত শিক্ষকদের টানা আন্দোলনের মুখে তাদের দাবি পূরণ করেছে সরকার। শিক্ষকদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।

এর আগে সোমবার (২০ অক্টোবর) থেকে শহীদ মিনারে আমরণ অনশনে বসেন আন্দোলনরত শিক্ষকরা। আন্দোলনের দশম দিনে এসে এই বৃদ্ধির সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে। শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাড়ী ভাড়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় ৭.৫ শতাংশ সম্মতি দিয়েছে। যা পহেলা নভেম্বর থেকে কার্যকর হবে। বাকি ৭.৫ শতাংশ নতুন অর্থ বছর দেওয়া হবে। শিক্ষকদের এখন ক্লাসে ফিরে যাবার আহ্বান।

শিক্ষকদের প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজী বলেন, সরকারের সামর্থ্যের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা শিক্ষা উপদেষ্টাসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলন না করলে হয়তো শিক্ষা উপদেষ্টার পক্ষে আমাদের দাবি মানা সম্ভব হতো না। আগামীকাল থেকে আমরা ক্লাসে ফিরে যাবো।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2