• NEWS PORTAL

  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫

গবেষণা অনুদান পেলেন মাভাবিপ্রবির ২২ শিক্ষক 

হাসিব এম. প্রিন্স, মাভাবিপ্রবি

প্রকাশিত: ১৮:৫৭, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
গবেষণা অনুদান পেলেন মাভাবিপ্রবির ২২ শিক্ষক 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২২ জন শিক্ষক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৫–২০২৬ অর্থবছরের বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন। মন্ত্রণালয়ের অধীনে নির্বাচিত ৬৬২টি গবেষণা প্রকল্পের তালিকায় মাভাবিপ্রবি থেকে মোট ১১টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

‎বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মাভাবিপ্রবি থেকে থেকে নির্বাচিত প্রকল্প ও গবেষকরা হলেন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগ থেকে স্ক্রিনিং ফর ব্যাকটেরিয়াল কনজুগেশন ইনহিবিটরস ফ্রম ন্যাচারাল সোর্সেস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দেয়ার পটেনশিয়াল টু লিমিট হরিজন্টাল জিন ট্রান্সফার শিরোনামে SRG-251197 নং প্রকল্পটি পান প্রধান গবেষক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক আহমাদ ও সহযোগী গবেষক শাহিন মাহমুদ। 

‎‎ফুড স্ক্রিনিং ফর ব্যাকটেরিয়াল কনজুগেশন ইনহিবিটরস ফ্রম ন্যাচারাল সোর্সেস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দেয়ার পটেনশিয়াল টু লিমিট হরিজন্টাল জিন ট্রান্সফার অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগ থেকে ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অব এ ফিগ (Ficus carica)-বেইজড ন্যাচারাল চিউয়েবল ট্যাবলেট ফর অ্যান্টিডায়াবেটিক ইউজ শিরোনামে SRG-251198 নং প্রকল্পের অনুদান পেয়েছেন প্রধান গবেষক অধ্যাপক ড. রোকেয়া বেগম ও সহযোগী গবেষক অধ্যাপক ড. মো. আজিজুল হক।

‎টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ডাইং অফ নাইলন ফেব্রিক উইথ ন্যাচারাল কালার‍্যান্টস এক্সট্র্যাক্টেড ফ্রম মালাবার এবোনি (ডায়োস্পাইরোস মালাবারিকা) লিভস: এ নিউ অ্যাপ্রোচ অফ পলিঅ্যামাইড ফেব্রিক কালারেশন শিরোনামের SRG-252364 নং প্রকল্প পেয়েছেন প্রধান গবেষক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সহযোগী গবেষক সহকারী অধ্যাপক আল ইমরান হোসেন।

‎এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগ থেকে এক্সপ্যান্ডিং দি হরাইজন বিয়ন্ড ড্রিংকিং ওয়াটার: এ কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট অফ ওয়ান, ফোর-ডাইঅক্সেন কন্ট্যামিনেশন ইন ওয়েস্টওয়াটার স্ট্রিমস অ্যান্ড রিসিভিং সারফেস ওয়াটারস অফ বাংলাদেশ শিরোনামের SRG-253436 নং প্রকল্পের অনুদান পেয়েছেন প্রধান গবেষক সহযোগী অধ্যাপক ড. তন্ময় রায় তুষার এবং সহযোগী গবেষক সহযোগী অধ্যাপক নওয়ারা তামান্না মেঘলা।

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) যৌথ বিভাগ থেকে ‎ইনভেস্টিগেটিং দি রেসপন্স অফ প্লাস্টিক-ডিগ্রেডিং ব্যাকটেরিয়া টু ট্রাইবিউটাইলটিন স্ট্রেস শিরোনামের SRG-253437 নং প্রকল্পটি পেয়েছেন প্রধান গবেষক অধ্যাপক ড. মো. মাহবুবুল হক এবং সহযোগী গবেষকসহযোগী অধ্যাপক ড. আবু জাফর  শিবলী।

‎বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে চারটি প্রকল্প অনুদান পেয়েছে।

ইন্টিগ্রেটিং পি-সি-আর-আর-এফ-এল-পি অ্যান্ড টি-এন-জি-এস টু ইলুসিডেট টি-পি-ফিফটি-থ্রি কোডন সেভেন্টি-টু পলিমরফিজম ইন অস্টিওপোরোসিস রিস্ক অ্যাসেসমেন্ট অ্যামং বাংলাদেশি পপুলেশন শিরোনামে SRG-255570 নং প্রকল্পের অনুদান পেয়েছেন প্রধান গবেষক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সহযোগী গবেষক প্রভাষক ফাহিম আলম নবেল।

ক্যারেক্টারাইজেশন অফ ডেলিটিরিয়াস মিসসেন্স এস-এন-পি-এস ইন দা এল-আই-জি-থ্রি জিন ইন অ্যাকিউট মায়েলয়েড লিউকিমিয়া পেশেন্টস ইন বাংলাদেশ: অ্যান ইন্টিগ্রেটেড ড্রাই অ্যান্ড ওয়েট ল্যাব স্টাডি শিরোনামের SRG-255571 নং প্রকল্প পেয়েছেন প্রধান গবেষক সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও সহযোগী গবেষক প্রভাষক মোহাম্মদ কামরুজ্জামান।

মেকানি'স্টিক ইনসাইটস ইনটু আর্সেনিক-ইনডিউসড মেটাবলিক ডিসঅর্ডারস: ডেভেলপিং প্ল্যান্ট-বেসড টার্গেটেড প্রিভেন্টিভ থেরাপিউটিকস ভায়া ইন ভিভো, ইন ভিট্রো, অ্যান্ড ইন সিলিকো অ্যাপ্রোচেস ইন অ্যানিমেল মডেলস ‎শিরোনামের SRG-255572 নং প্রকল্পের অনুদান পেয়েছেন প্রধান গবেষক সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম এবং সহযোগী গবেষক সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

আইডেন্টিফিকেশন অফ আপরেগুলেটেড হাব জিনস ইন নন-স্মল সেল লাং ক্যান্সার অ্যান্ড দি ইফেক্ট অফ কাইটোসান-টিপিপি এনক্যাপসুলেটেড কুয়ারসেটিন ন্যানোপার্টিকলস (কিউসিএস-এনপিস) অন হাব জিনস অ্যাজ আ থেরাপিউটিক ক্যান্ডিডেট: ইনসাইটস ফ্রম ইনসিলিকো অ্যান্ড ইন-ভিভো স্টাডিস শিরোনামের SRG-255573 নং প্রকল্পে অনুদান পেয়েছেন প্রধান গবেষক অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান সিকদার ও সহযোগী গবেষক সহকারী অধ্যাপক মেরিনা খাতুন।

‎বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগ থেকে টার্গেটেড ড্রাগ রিপার্পাসিং ফর বিআরসিএ১/২-ডেফিশিয়েন্ট ব্রেস্ট ক্যান্সার টার্গেটিং পিএআরপি১ (পার্প১) অ্যান্ড পিটিজিইএস৩: কম্পিউটেশনাল অ্যান্ড কেনোর‍্যাবডাইটিস এলিগ্যান্স মডেল-বেসড ভ্যালিডেশন শিরোনামে SRG-255574 নং  প্রকল্পের অনুদান পেয়েছেন প্রধান গবেষক অধ্যাপক ড. মো. মাসুদার রহমান এবং সহযোগী গবেষক সহকারী অধ্যাপক রোকসানা খানম।

‎রসায়ন বিভাগ থেকে ডিজাইন অ্যান্ড ফ্যাব্রিকেশন অফ হাই-পারফরম্যান্স ইলেকট্রোকেমিক্যাল সেন্সর ফর সিলেক্টিভ অ্যান্ড সেনসিটিভ ডিটারমিনেশন অফ গ্লুকোজ অ্যান্ড হাইড্রোজেন পারঅক্সাইড ইন সাইমালটেনিয়াস অ্যাপ্রোচ (রিনিউয়াল শিরোনামে SRG-255574 নং  প্রকল্পের অনুদান পেয়েছেন প্রধান গবেষক সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ এবং সহযোগী গবেষক সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।

এই প্রকল্পকের একজন প্রধান গবেষক ড. তন্ময় রায় তুষার বলেন, “বিশ্বব্যাপী পানীয় জল (drinking water)-এ ১,৪-ডাইঅক্সেন (1,4-dioxane) দূষণ একটি উদীয়মান জনস্বাস্থ্যগত উদ্বেগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে ১,৪-ডাইঅক্সেন দূষণ নিয়ে গবেষণা সম্পন্ন হয়েছে এবং পানীয় জলে এর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশের পানীয় জল সরবরাহ ব্যবস্থায় ১,৪-ডাইঅক্সেন দূষণ সংক্রান্ত কোনো তথ্য ছিল না।

তিনি আরো বলেন, বিগত অর্থবছরে (২০২৪–২০২৫) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (MoST) বিশেষ গবেষণা বরাদ্দের সহায়তায়, আমরা প্রথমবারের মতো বাংলাদেশের পৃষ্ঠজল-ভিত্তিক (surface water-based) ও ভূগর্ভস্থ (groundwater-based) জল-ভিত্তিক পানীয় জল ব্যবস্থায় ১,৪-ডাইঅক্সেন দূষণের অবস্থা এবং মানবস্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করেছি। বর্তমান অর্থবছর (২০২৫–২০২৬)-এ আমরা আবারও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা বরাদ্দ পেয়ে অত্যন্ত আনন্দিত। 

এই ধারাবাহিক গবেষণার মাধ্যমে আমরা শিল্প ও পৌর বর্জ্যজল (industrial and municipal wastewaters) এবং তা গ্রহণকারী পৃষ্ঠজল (receiving surface waters)-এর লক্ষ্যভিত্তিক বিশ্লেষণ করে ১,৪-ডাইঅক্সেন দূষণের উৎস নির্ণয় করতে সক্ষম হব বলে আশা করছি।”

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2