• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জের বাদাঘাট সরকারি কলেজ

ফলাফল খারাপ: টিকটক-লাইকির ভিডিও ধারণ নিষিদ্ধ করলো যে কলেজ

প্রকাশিত: ১০:২৯, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ফলাফল খারাপ: টিকটক-লাইকির ভিডিও ধারণ নিষিদ্ধ করলো যে কলেজ

এবারের এইচএসসিতে ফলাফল বিপর্যয় ঘটেছে। ফলে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের মধ্যে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে। এরই মধ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজে শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে টিকটক, লাইকি, ফেসবুক রিলস ও অনলাইন ভিডিও কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর) অধ্যক্ষ জুনাব আলী স্বাক্ষরিত কলেজ কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ চলাকালীন ও পাঠদানের সময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে মোবাইলফোন, ক্যামেরা কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। টিকটক বা লাইকিতে কলেজ ক্যাম্পাসের সচিত্র ভিডিওতে শিক্ষার্থীদের দেখা গেলে বা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছর কলেজ চলাকালীন ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের করা কিছু টিকটক ও ফেসবুক রিলস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সাম্প্রতি জেলায় ও কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড নিয়ে নানান মন্তব্য করতে দেখা গেছে স্থানীয় বাসিন্দা ও অবিভাবকদের।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2