ক্লাস শুরুর দাবিতে আমরণ অনশন: গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ২ শিক্ষার্থী
ছবি: ক্লাস শুরুর দাবিতে আমরণ অনশন
আগামী ৩০ অক্টোবরের মধ্যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরুর দাবিতে অনশন করছেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। অনশনে ইতোমধ্যে দুইজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে ঢাকা কলেজ প্রাঙ্গণে অনশন কর্মসূচিতে অংশ নেন তারা।
জানা গেছে, অসুস্থ দুই শিক্ষার্থীর নাম রাশিদুল ইসলাম ও তানভীরুল ইসলাম। রাশিদুল ইসলাম প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কলেজ ক্যাম্পাসের হিসাববিজ্ঞান বিভাগের এবং তানভীরুল ইসলাম বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের দুজনকেই সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনশনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের প্রায় তিন মাস আগে ভর্তি পরীক্ষা হয়েছে। সাবজেক্ট চয়েস ও অনলাইন পেমেন্ট শেষ হলেও এখনো ক্লাস শুরু হয়নি, যা তাদের জন্য গভীর দুশ্চিন্তার কারণ। ৩০ অক্টোবরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাস শুরু করা হোক।
৩০ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু হওয়ার কথা ছিলো। কিন্ত সেই তারিখ পরিবর্তন করে ১৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। এ কারণে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে এবং মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছন শিক্ষার্থীরা। এমনকি পরিচয় দিতেও সংকোচবোধ করছেন তারা।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, গতকাল আমরা আমাদের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক একেএম ইলিয়াস স্যার-এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেছি। সেখানে আমরা তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছিলাম, তারমধ্যে পূর্বঘোষিত অনুযায়ী ৩০ অক্টোবরের মধ্যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করতে হবে।
দুঃখ প্রকাশ করে আবু বকর বলেন, আজ স্যার আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করেননি। শুধু আমাদের ঢাকা কলেজ ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম এসে কথা বলেছেন। আমরা সকাল ১০টা থেকে অনশনে বসে আছি। এরই মধ্যে আমাদের দুইজন সহপাঠী অসুস্থ হয়ে পড়েছে—তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হয়েছে। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, আমরা প্রায় তিন মাস আগে ভর্তি পরীক্ষা দিয়েছি। এরপর সাবজেক্ট চয়েস ও অনলাইন পেমেন্ট সম্পন্ন করার পরও এখনো ক্লাস শুরু হয়নি। আমরা এখনো পরিচয়হীন অবস্থায় রয়েছি। আমাদের দাবি একটাই—৩০ অক্টোবরের মধ্যেই ভর্তি কার্যক্রম শুরু করে ক্লাস চালু করতে হবে। অন্যথায়, আমরা আমাদের অনশন চলমান রাখব এবং কোনোভাবেই কর্মসূচি প্রত্যাহার করব না।
প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নোটিশ আকারে ঘোষণা করুন যে ৩০ অক্টোবর থেকেই ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। এই সিদ্ধান্তই এখন শিক্ষার্থীদের একমাত্র প্রত্যাশা ও দাবি।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করে রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেওয়া হয়। প্রস্তাবিত এ নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নির্ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়টির আগস্ট মাসের ২২ তারিখে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ তারিখে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
বিভি/এআই




মন্তব্য করুন: