শাবিপ্রবিতে চলছে এমফিল-পিএইচডি কোর্সে ভর্তি আবেদন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন সই করা এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল/পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নম্বরে পাঁচশত টাকা জমাদান পূর্বক নির্ধারিত আবেদপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদন শেষ হবে আগামী ২২ নভেম্বর।
আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu থেকে ডাউনলোড করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ পূর্বক সংশ্লিষ্ট বিভাগে ২২ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।
এছাড়া ভর্তির যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য বিভাগীয় অফিস বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিভি/রিসি
মন্তব্য করুন: