৩০৪ সদস্য নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

দীর্ঘ ৫ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ২০১৭ সালের ৭ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম বাবুকে সভাপতি ও রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন আসলেই অনেক আনন্দের বিষয়। দীর্ঘদিন যারা রাজপথে থেকে সত্য ও ন্যায়ের জন্য কাজ করেছে, তাদেরই কমিটিতে নাম এসেছে।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ এক বছর। এই হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ ৪ বছর ২ মাস ধরে।
বিভি/রিসি
মন্তব্য করুন: