গোপনে ইবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণকারী যুবক আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীর গোপনে ভিডিও ধারণের অভিযোগে সাগর (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একইসঙ্গে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। সাগর ক্যাম্পাস পাশ্ববর্তী শেখপাড়া এলাকার সাজ্জাদ শেখের ছেলে। গতকাল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তাকে শৈলকূপা থানা পুলিশ আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেন তিনি।
এ ঘটনায় বুধবার (৩১ আগস্ট) দুপুরে অভিযুক্ত সাগরকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত সাগরকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮ ধারার ১ ও ২ উপধারায় মামলা দিয়ে ঝিনাইদহ আমলি আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ফোন থেকে ভিডিওটি সরিয়ে ফেলেছে বলে স্বীকার করে। আমরা এক্সপার্টদের মাধ্যমে ভিডিওটি উদ্ধারের চেষ্টা করছি।
এদিকে এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ আবাসন, নিরাপত্তা নিশ্চিত ও ওই ছাত্রীর গোসলের ভিডিও ধারণে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সকাল থেকে স্ব-স্ব সংগঠনের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্র মৈত্রী, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।
প্রসঙ্গত, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গোসলের সময় বাথরুমের ফাঁকা অংশ দিয়ে ভিডিও দৃশ্য ধারণের অভিযোগ উঠে। এ ঘটনায় ভিডিও উদ্ধার, নিরাপত্তা নিশ্চিত ও অভিযুক্তের উপযুক্ত বিচারের দাবিতে মঙ্গলবার সকালে লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী। পরে দুপুরে শৈলকূপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: