• NEWS PORTAL

  • বুধবার, ১৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাবি সমাবর্তন নিয়ে বড় বিতর্ক, মুখ খুললেন উপাচার্য

প্রকাশিত: ১৮:০৮, ১৭ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ঢাবি সমাবর্তন নিয়ে বড় বিতর্ক, মুখ খুললেন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের দিন ঘনিয়ে এসেছে। এরই মধ্যে বিচ্ছিন্ন কিছু বিষয়কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। পলিথিনের ব্যাগে গ্র্যাজুয়েটদের জন্য নির্ধারিত গাউন বিতরণ, স্যুভেনির হিসেবে দেওয়া টাই-এ বানান ভুল নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটদের জন্য ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ ভেন্যুতে বরাবরের মতো স্ক্রিনে ডিজিটাল সমাবর্তনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্ক্রিন সমাবর্তন নিয়েও অসন্তোষ রয়েছে সাত কলেজের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৫৩তম সমাবর্তন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় গাউন বিতরণে পলিথিনের ব্যবহার, টাই-এ বানান ভুলসহ স্ক্রিন সমাবর্তন নিয়ে অসন্তোষের বিষয়গুলো নিয়ে উপাচার্যকে প্রশ্ন করা হয়।

নিষিদ্ধ পলিব্যাগে সমাবর্তনের গাউন বিতরণের বিষয়ে উপাচার্য বলেন, ‘আমাদের ক্যাম্পাসে সাতটি স্পটে গাউন দেওয়া হচ্ছে। তার মধ্যে খোঁজ নিয়ে দেখেছি, দুটি স্পটে পলিব্যাগে গাউন সরবরাহ করা হয়েছে। এটি কোনোভাবেই কাম্য নয়। বিভিন্ন পরিবেশ দিবসে আমরা এর ব্যবহার না করার জন্য বলি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এটি খুবই অগ্রহণযোগ্য কাজ। আমরা তাদের নির্দেশনা দিয়েছি যেন টিস্যু ব্যাগে তা দেওয়া হয় এবং সেটি তারা করছে।’

সমাবর্তনের স্যুভেনির হিসেবে গ্র্যাজুয়েটদের দেওয়া টাই এ ‘53rd’ স্থলে ‘53th’ লেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এটি একটি অপ্রত্যাশিত ভুল। আমরা কর্তৃপক্ষের কাছে এর জবাব চেয়েছি। এটি যারা তৈরি করেছে তাদের প্রিন্টে ভুল হয়েছে। আমরা তাদের জরিমানা করা হবে বলে জানিয়েছি। বিদেশি মেহমানদের জন্য নতুন করে তৈরি করে দিতে বলেছি।’

অধিভুক্ত সাত কলেজের গ্র্যাজুয়েটদের ডিজিটাল স্ক্রিনে সমাবর্তন নিতে আপত্তির বিষয়ে উপাচার্য শিক্ষার্থীর সংখ্যার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘এটি মহামান্য চ্যান্সেলর মহোদয় যেভাবে নির্দেশনা ও সম্মতি দেন, সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করবে। বিষয়টা পুরোপুরি চ্যান্সেলর মহোদয়ের ওপর নির্ভর করে।’

সমাবর্তন অনুষ্ঠান সফল উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, দক্ষিণ সিটি করপোরেশন এবং গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সদয় সহযোগিতা কামনা করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: