• NEWS PORTAL

বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

নায়িকার ফ্ল্যাটে আগুন, অল্পের জন্য রক্ষা পেল তার বোন

প্রকাশিত: ২০:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নায়িকার ফ্ল্যাটে আগুন, অল্পের জন্য রক্ষা পেল তার বোন

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ পুনম পান্ডে। মুম্বাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যে ফ্ল্যাটে আগুন লাগে ওই আবাসনের ১৬ তলায় থাকেন পুনম। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একাধিক ফ্ল্যাটে। পুনমের ফ্ল্যাটে আগুন ধরে যায়। ওই ফ্ল্যাটেই ছিলেন তার বোনও পোষা কুকুর। তবে দ্রুত বের করে আনায় কোনো ক্ষতি হয়নি।

পুনম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় বাড়ির বাইরে ছিলেন পুনম। তবে ঘরের মধ্যে ছিল পোষ্য কুকুর সিজার। তবে কুকুরটিও কোন ক্ষতি হয়নি। পুনম জানান, বাড়ির পরিচারিকারাই সিজারকে ফ্ল্যাটের বাইরে বের করে আনেন। আগুন লেগে  ঘরের একাধিক জিনিস পুড়ে ছাই হয়ে গেছে পুনমের।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। পুনম লিখেছেন, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার মন্দিরে কোনওকিছুই হয়নি।

তিনি আরও জানিয়েছেন, পোষ্য সিজার, আমার কর্মচারীরা, আমার বোন সকলেই ঠিক আছে। ঘর পুড়লেও প্রাণগুলি বেঁচে গিয়েছে। তবে আগুন লেগে বিরাট ক্ষতির মুখে পড়েছেন অভিনেত্রী। সূত্র: নিউজ এইটিন

বিভি/এ.জেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত