• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পরীমনির আবেগঘন পোস্ট

প্রকাশিত: ০৯:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পরীমনির আবেগঘন পোস্ট

ছবি: ফাইল ফটো

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি সোমবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। তিনি বলেছেন, ‘অপরিচিত মানুষ যদি কখনো আমাকে নিয়ে কিছু বলে সেটা অনেক বেশি কষ্ট দেয় না। যখন পরিচিত মানুষেরা ভিত্তিহীন কিংবা মিথ্যা কথা বলে, তখন অনেক কষ্ট লাগে। যে মানুষটি জেনেশুনে বলে তাতে খারাপ লাগে। দূরের মানুষ হলে গায়ে লাগে না।’

নানা কারণে আলোচনায় থাকতে পছন্দ করেন নায়িকা পরীমনি। সম্প্রতি অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে পরীকে ঘিরে সমালোচনারও যেন শেষ নেই। সামাজিকমাধ্যমে প্রায় সময়েই কটাক্ষের শিকারও হতে হয় তাকে। আর এই বিষয়গুলিকে কেন্দ্র করেই তার এই পোস্ট বলে মনে করা হচ্ছে। 

সম্প্রতি পরীমণি অভিনীত ওটিটিতে মুক্তি পেয়েছে ‘পাফ ড্যাডি’ নামের একটি ওয়েব ফিল্ম। এতে টিনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। শিগগিরই আরও বেশ কিছু সিনেমায় দেখা যাবে তাকে। 

বিভি/এমআর

মন্তব্য করুন: