• NEWS PORTAL

শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

সিনেমার বিশেষ প্রদর্শনীর দিনে মারা গেলেন অভিনেতা আহমেদ রুবেল

প্রকাশিত: ১৯:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
সিনেমার বিশেষ প্রদর্শনীর দিনে মারা গেলেন অভিনেতা আহমেদ রুবেল

আহমেদ রুবেল

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন।। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক। আজই আহমেদ রুবেল অভিনীত ‘পেয়ার সুবাস’ সিনেমা প্রিমিয়ারে অংশে নিতে আসছিলেন।

নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’ এর বিশেষ প্রদর্শনী ছিল আজ। আর সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ৫৫ বছর বয়সী আহমেদ রুবেল। 

আহমেদ রুবেলের মূল নাম- আহমেদ রাজিব রুবেল।  ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকাঢ। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
 

বিভি/জোহা/এজেড

মন্তব্য করুন: