• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ঈদে মুক্তি পাচ্ছে জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’

প্রকাশিত: ২৩:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ঈদে মুক্তি পাচ্ছে জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’

জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’

‘সোনার চর’ দিয়ে ১২ বছর পর ঈদে মুক্তি পাবে জায়েদ খান অভিনীত কোনও সিনেমা। আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন সিনেমার নায়ক জায়েদ খান, পরিচালক জাহিদ হাসান, সিনেমার প্রযোজকসহ অনেকেই। 

এদিন জায়েদ খান বলেন, ‘সোনার চর’ আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া সিনেমা। মাসের পর মাস চুল কাটিনি, শীতে নদীতে কুমির আছে জেনেও সাঁতরের শুটিং করেছি। সিনেমাটির শুটিং হয়েছে পিরোজপুরে, যেখানে রয়েছে আমার শৈশবের স্মৃতি। তাই সিনেমাটি আমার জন্য ভীষণ আবেগের। 

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত ‘সোনার চর’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।  

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2