• NEWS PORTAL

  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে শাহরুখ, ছিলেন না সালমান-আমির

প্রকাশিত: ১৩:০৯, ১০ জুন ২০২৪

ফন্ট সাইজ
নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে শাহরুখ, ছিলেন না সালমান-আমির

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। নিয়ম ও শুভ তিথি মেনে রবিবার (৯ জুন) সন্ধ্যা ৭.১৫ মিনিটে রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় ইতিহাসে দ্বিতীয় নেতা হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিলেন তিনি। সেই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশ বিদেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বিশিষ্ট তারকা ব্যক্তিত্বরা।

সংবাদ সংস্থা ANI- কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এদিন তিনি ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছোন। শাহরুখের সঙ্গেই ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বিশিষ্ট ধনকুবের মুকেশ আম্বানি।

এদিকে কিং খানকে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেলেও এদিনের অনুষ্ঠানে বলিউডের বাকি দুই মেগাস্টার সালমান কিংবা আমিরকে অবশ্য দেখা যায় নি। তারা অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কিনা সে বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন বলিউড খিলাড়ী অক্ষয় কুমার, পরিচালক রাজকুমার হিরানি, ‘টুয়েলভ ফেল’-তারকা বিক্রান্ত ম্যাসি, অনুপম খের, অনিল কাপুর সহ আরও বেশকয়েকজন তারকা। এদিন অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে দেখা হতেই তাকে জড়িয়ে ধরতে দেখা যায় অক্ষয়কে। 

এদিকে শনিবারই দক্ষিণী মেগাস্টার রজনীকান্তকে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চেন্নাই দিল্লির উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। এয়ারপোর্টে সাংবাদিকদের রজনীকান্ত বলেন, ‘আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি। এটা একটা ঐতিহাসিক ঘটনা। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসছেন নরেন্দ্র মোদী, এটা একটা বড় বিষয়। আমি ওকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই। জনগণ একটা শক্তিশালী বিরোধী দলকে নির্বাচিত করেছে যা গণতন্ত্রের জন্য সুস্থতার লক্ষণ।’ 

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন হিমাচল প্রদেশের মাণ্ডির নব-নির্বাচিত সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এর আগে মাণ্ডিতে কঙ্গনার হয়ে প্রচারেও গিয়েছিলেন নরেন্দ্র মোদী। এছাড়াও প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের মতো শপথ নেওয়ার আগে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজকুমার রাও, অজয় দেবগনসহ বহু বলি তারকা।

উল্লেখ্য, শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা। শপথগ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে আট হাজারের বেশি অতিথি আমন্ত্রিত ছিলেন।

বিভি/জোহা/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2