সংগীতশিল্পীরা রবীন্দ্রসরোবর থেকে শহীদ মিনারের পথে
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছেন দেশের ব্যান্ড সংগীতশিল্পীরা। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘গেটআপ, স্ট্যান্ডআপ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করেছে তারা। তবে ঠিক একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা। তাদের সঙ্গে সংহতি জানাতে সংগীতশিল্পীরা রবীন্দ্রসরোবরে জড়ো হয়ে শহীদ মিনারে যাবেন।
সোনার বাংলা সার্কাস ব্যান্ডের টিম লিডার প্রবর রিপন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রবীন্দ্রসরোবরে আমাদের “গেটআপ, স্ট্যান্ডআপ” দু'দিন আগে নির্ধারিত কর্মসূচি, সবাইকে এখানে আসার কথা জানানোর পর আমরা জেনেছি শিক্ষার্থীদের শহীদ মিনারের কর্মসূচির কথা। আমরা এখন বেলা ৩টায় রবীন্দ্রসরোবরে সবাই জড়ো হয়ে শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাব। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করছি। শিক্ষার্থীদের পাশে আমরা আছি।’ সুরকার প্রিন্স মাহমুদসহ আরও অনেকে এমন পোস্ট দিয়েছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সংগীতশিল্পীরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রবীন্দ্রসরোবরে (ধানমন্ডি ৮/এ) মিলিত হব। সংগীতের মাধ্যমে আমরা আমাদের সমর্থন প্রদর্শন করব। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন। আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেসব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করব, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। আমরা সবাই একসঙ্গে এ গানগুলো গাইব, এভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাব।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমাদের সব মিউজিশিয়ানের উপস্থিতি এখানে মুখ্য। আমরা সবাই একসঙ্গে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন এবং শক্তি অনুভব করবেন যে আমরা তাঁদের পাশে আছি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এখানে একত্র হওয়ার। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করব।’
এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গেটআপ, স্ট্যান্ডআপ’ কর্মসূচিতে যোগ দেওয়া আগ্রহ প্রকাশ করেছেন ব্যান্ডজগতের শীর্ষ তারকারা। কিংবদন্তি শিল্পী বব মার্লের গানের সঙ্গে মিল রেখে সংগীতশিল্পীরা তাদের এ কর্মসূচির নাম দিয়েছেন ‘গেটআপ, স্ট্যান্ডআপ’। এ শিরোনামের একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। ফেসবুকে পোস্টারটি শেয়ার করেছেন মাকসুদুল হক, মানাম আহমেদ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, প্রিন্স মাহমুদ, জন কবির, ন্যান্সি, এলিটা করিম, আরমীন মূসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, ব্যান্ড মাইলস, জলের গান, শিরোনামহীন, আর্টসেল, ব্ল্যাক প্রমুখ।
বিভি/টিটি
মন্তব্য করুন: