প্রকাশ্যে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি

মিমি চক্রবর্তী
কলকাতায় আরজি কর কাণ্ডে প্রতিবাদের জেরে সরাসরি হুমকির মুখে অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন এই সাংসদ।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে ১৪ আগস্ট মধ্যরাতে পথে নেমেছিলেন অভিনেত্রী মিমি। তারপরেই সোশ্যাল মিডিয়ায় হুমকি পান তিনি।
মিমিকে হুমকি দিয়ে লেখা হয়, 'আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটতো তাহলে কী করতো? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হতো নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি তার পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।' এক্স হ্যান্ডলে নিজেই সেই হুমকির স্ক্রিনশট তুলে ধরেছেন অভিনেত্রী। সেইসঙ্গে পোস্টটি সাইবার ক্রাইম বিভাগকে ট্যাগ করেছেন তিনি।
বিতর্কের শুরু নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা যেদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সে দিন থেকে। আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত তা স্বীকার করেননি তার পরিবার। সেই ১০ লক্ষ টাকার রেশ টেনেই এদিন মিমিকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।
এদিন এক্স হ্যান্ডেলেই-এর জবাব দেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। লেখেন, ‘সেলেবদের ঘৃণা করুন কিন্তু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।’
বিভি/জোহা
মন্তব্য করুন: