• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্ব শান্তি দিবসে মুক্তস্বরের প্রযোজনা

প্রকাশিত: ২৩:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বিশ্ব শান্তি দিবসে মুক্তস্বরের প্রযোজনা

বিশ্ব শান্তি দিবসে বিশ্বের চারটি দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে, সংস্কৃতির মুক্ত মঞ্চ- ‘মুক্তস্বর’ আয়োজন করেছে আবৃত্তি প্রযোজনা ‘বদলে দাও, কিছুটা বদলাও’। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রযোজনাটি শেষ হবে ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবসে। অংশ নিয়েছেন বাংলাদেশ, ভারত, কানাডা ও আমেরিকায় বসবাসরত আট জন বাংলা ভাষাভাষী আবৃত্তিশিল্পী। এরা হলেন- রিয়াজ রনি, তাপস মাইতি, জিনাত জাহান, সবুজ হক, মারুনা রাহী, রেজওয়ান হৃদয়, মাহী ফারহানা ও কাজী রাজেশ।

এ প্রসঙ্গে প্রযোজনা অধিকর্তা রিয়াজ রনি বলেন, ‘বৈষম্যমুক্ত দেশ নির্মাণে প্রয়োজন নিজেকে বদলানো। নিজ নিজ অবস্থান থেকে বদলালেই বদলে যাবে সমাজ, বদলে যাবে দেশ। মানুষের মাঝে এই বার্তাই আমরা প্রযোজনাটির মধ্য দিয়ে জানাতে চেয়েছি।’

প্রডাকশনটির পরিকল্পনা ও সমন্বয় করেছেন জিনাত জাহান। আবহসঙ্গীত নির্মাণে রিয়াজ রনি ও কাজী রাজেশ। প্রযোজনা করেছেন জিনাত জাহান এবং নির্বাহী প্রযোজক রিয়াজ রনি।

প্রযোজনাটি অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান মুক্তস্বরে পরিবেশিত হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2