• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তবে কি রেদওয়ান রনির সাথে প্রেম করছেন সাদিয়া আয়মান?  

প্রকাশিত: ২০:২৯, ২৮ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:৪৮, ২৮ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
তবে কি রেদওয়ান রনির সাথে প্রেম করছেন সাদিয়া আয়মান?  

নির্মাতা রেদওয়ান রনি ও অভিনেত্রী সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন শোনা গেলেও এতোদিন নিশ্চিত হওয়া যায়নি। তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রনির একটি পোস্টের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়ে এসেছে। নেটিজেনদের ধারণা সেই পোস্টে সাদিয়াকে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি। এদিকে প্রেমের এ গুঞ্জন নিয়ে অভিনেত্রী সাদিয়া আয়মান বলেছেন তাঁদের দুইজনের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক।

রেদওয়ান রনির জন্মদিন ছিল গত ২০ অক্টোবর।  যেখানে ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ। তবে তাদের মধ্য একটু বিশেষভাবেই নজর কেড়েছেন সাদিয়া আয়মান। যাকে পরোক্ষভাবেই ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি।

জন্মদিন উদযাপনের বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে রনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোনকলে জন্মদিনের ভালোবাসা শুভেচ্ছা পেয়ে অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই নির্মাতা লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একইসাথে কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’ এরপর নিজের ‘প্রিয়তমা’কে ধন্যবাদ জানিয়ে রনি লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’

রেদওয়ান রনির সেই পোস্টে ভক্তরাও মন্তব্য করেছেন। যেখানে একটি মন্তব্য বিশেষভাবে সকলের নজর কেড়েছে। নির্মাতার উদ্দেশে অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’ এই কমেন্ট দিয়েই ভক্তকুলের মাঝে তাদের প্রেমের বিষয়টি স্পষ্ট হয়ে যায়।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2