• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জাজ’র আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশিত: ১৩:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
জাজ’র আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আবদুল আজিজ ও জাকিয়া কামাল মুন

প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকাই সিনেমার নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের দায়েরকৃত প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের এ নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এক লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য প্রযোজক আবদুল আজিজকে এককালীন ৬০ লাখ টাকা প্রদান করেন নায়িকা জাকিয়া কামাল মুন। 

গত বছরের মে মাসে ‘পাপ’ সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে এক কোটি ১০ লাখ টাকায় বিক্রি করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও চুক্তিনামার শর্ত অনুযায়ী বিনিয়োগকৃত টাকা ফেরত দেয়া হয়নি বলে অভিযোগ করেন এই নায়িকা। এ ব্যাপারে বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ করা হলেও তা উপেক্ষা করেছেন আবদুল আজিজ।  

এ নিয়ে জাকিয়া কামাল মুন বলেছেন, আমি বারবার টাকা ফেরত চেয়েছি। কিন্তু তিনি দেননি। এমনকি আমার ফোনও ধরছেন না তিনি। এমনকি হুমকি দিয়েছেন যে, বেশি বাড়াবাড়ি করলে আমার ক্যারিয়ার ধ্বংস করে দেবেন। এ কারণে বাধ্য হয়েই মামলা করেছি আমি।

এদিকে মামলার ব্যাপারে জানার জন্য সংবাদমাধ্যম থেকে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি আবদুল আজিজের।

বিভি/জোহা

মন্তব্য করুন: