• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কানাডায়  ডিনার ডেটে কেটি পেরি- জাস্টিন ট্রুডো! 

প্রকাশিত: ১৪:৩৪, ৩১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কানাডায়  ডিনার ডেটে কেটি পেরি- জাস্টিন ট্রুডো! 

কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

কানাডার মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে রোমান্টিক ডিনার উপভোগ করতে দেখা যেতেই এই জুটির প্রেমের গুঞ্জনে সয়লাব নেটদুনিয়া। তাদের একান্ত নৈশভোজের ছবি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক প্রিন্ট মিডিয়া পিপল ম্যাগাজিন-এর প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় একসঙ্গে রাতের খাবার খান জাস্টিন ট্রুডো-কেটি পেরি। এছাড়া টিএমজেডে প্রকাশিত ভিডিওতে কেটি পেরিকে ট্রুডোর সঙ্গে কথোপকথনের সময় সম্পূর্ণভাবে মগ্ন থাকতে দেখা যায়। এসময় তিনি টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন।

রেস্টুরেন্টে সেসময় উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি ককটেল এবং লবস্টারসহ বিভিন্ন পদের খাবার উপভোগ করেন। এমনকি রেস্টুরেন্টের শেফ নিজেও তাদের সঙ্গে কথা বলতে আসেন। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, খাবার শেষে কেটি-ট্রুডো রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের শো শেষে তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে এই পপ তারকা সম্প্রতি দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার বিচ্ছেদের খবর ঘোষণা করেছেন।
১০ বছরের বেশি সময় ধরে সম্পর্কে থাকা এই জুটির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ। চলতি মাসের শুরুর দিকেই তারা বিচ্ছেদের ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরেও কেটি এবং ব্লুমকে তাদের মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে একসঙ্গে দেখা গেছে।

অন্যদিকে, জাস্টিন ট্রুডোও বিশ্বব্যাপী তার অগণিত ভক্তকে অবাক করে দিয়ে ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে সুদীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এই দম্পতির জাভিয়ের, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন নামে তিন সন্তান রয়েছে।

বিভি/জোহা

মন্তব্য করুন: