• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাকে দেখতে মাত্র ৮ ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন শাবনূর

প্রকাশিত: ১৭:২৯, ১০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:১৬, ১০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মাকে দেখতে মাত্র ৮ ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন শাবনূর

ফাইল ছবি

মাত্র ৮ ঘন্টার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছিলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। প্রবাসে ফিরে গিয়ে ঝটিকা সফরের কথা জানান নায়িকা। 

জানা যায়, মায়ের অসুস্থার জন্য হঠাৎ মাত্র ৮ ঘন্টার জন্য দেশে আসেন শাবনূর। তার মা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যা ভুগছিলেন। গত ২৮ মার্চ শাবনূরের মা শ্বাসকষ্টে একদম কাবু হয়ে পড়েন। শাবনূর তখনই সিদ্ধান্ত নেন, দ্রুত বাংলাদেশে আসতে হবে। 

এ নিয়ে শাবনূর বলেন, প্রায় এক মাস ধরে আমার মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রতিনিয়ত ফোনে কথাবার্তা হচ্ছিল। ঢাকার বড় বড় হাসপাতালের ৩-৪ জন বিশেষজ্ঞ চিকিৎসককে তিনি দেখিয়েছেন। কিন্তু কোনোভাবেই তারা রোগ ধরতে পারছিলেন না।

অভিনেত্রী আরও বলেন, সময়ের সঙ্গে মায়ের শ্বাসকষ্ট বাড়তে থাকে। একটা সময় বোঝা গেল,তার নিউমোনিয়া হয়েছে। এর বাইরে আরও কয়েকটি সমস্যা ছিল। ২৮ মার্চ তো এমন অবস্থা হয়েছিল, মা কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলছেন। সেদিন তার শারীরিক অবস্থা কেমন তা জানতে পারছিলাম না, কারণ তিনি কথা বলতেও পারছিলেন না। আম্মার দেখাশোনার দায়িত্বে যিনি ছিলেন, তাকে শুধু বলেছি, আমি আসা পর্যন্ত আম্মার সঙ্গে থাকতে। আম্মাকে মানসিকভাবে শক্তি ও সাহস দিতে। তখনই আমি টিকিট খুঁজতে শুরু করি এবং খুব কষ্টে টিকিট পেয়ে ঢাকায় চলে আসি। আমার সঙ্গে কোনো লাগেজ ছিল না, আমি শুধু পাসপোর্ট, টিকিট এবং একটা ব্যাগপ্যাক নিয়ে উড়াল দিয়েছি।

এদিকে ঢাকায় এসে শাবনূর চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু মায়ের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত সিদ্ধান্ত নেন। কয়েক ঘণ্টার মধ্যে তাড়াহুড়ো করে মায়ের লাগেজ গুছিয়ে আবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন। 

শাবনূর বলেন, ঢাকায় খোঁজ নিয়ে জানতে পারলাম, চিকিৎসকরা একের পর এক শুধু আম্মার টেস্ট করাতে বলছেন। এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করাতেও বললেন। কিন্তু এ অবস্থায় আমি কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে ভরসা পাচ্ছিলাম না। আম্মারও কষ্ট হচ্ছিল। এসেই কয়েক ঘণ্টার মধ্যে তাড়াহুড়া করে আম্মার লাগেজ গুছিয়ে আবার উড়াল দিলাম।

জানা যায়, বর্তমানে শাবনূরের মা অস্ট্রেলিয়ায় আছেন। সেখানে একটি হাসপাতালে চিকিৎসার পর অভিনেত্রীর মা সুস্থ হয়ে উঠেছেন, এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
 

বিভি/জোহা

মন্তব্য করুন: