ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা চান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

এবার ফিলিস্তিনির পক্ষে আওয়াজ তুলেছেন বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণার দাবি তুলেছেন তিনি।
বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) রাজধানীতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে তিনি এ কথা বলেন। এদিন ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘ফিলিস্তিন জাতি ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে। এই গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। দরকার পুরো মুসলিম বিশ্বের এক হওয়া এবং বর্বর ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা।’
প্রতিবাদ সমাবেশে ইলিয়াস কাঞ্চন ইসরাইলের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘গাজায় যে নৃশংসতা চলছে- তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের গভীরভাবে হতাশ করেছে।’
তিনি আরও বলেন, ‘সারা বিশ্বের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশেই ইসরাইলি দখলদার বাহিনী কোণঠাসা হয়ে পড়েছে। যার কারণে তাদের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্প্রতি শীতল আচরণ করছেন।’
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ফিলিস্তিনের গাজা ও রাফা প্রসঙ্গে মুসলিম বিশ্বের নীরব বা বক্তব্যনির্ভর ভূমিকা অত্যন্ত হতাশাজনক। সেই তুলনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশে অনেক বেশি মুখর। ধারাবাহিকভাবে যার প্রভাব পড়ছে ইসরাইলি হানাদারদের ওপর।’
এ সময় ইলিয়াস কাঞ্চন ইসরাইলের প্রতি দ্রুত গাজায় নৃশংসতা ও শিশু হত্যা বন্ধের দাবি জানান।
বিভি/জোহা
মন্তব্য করুন: