• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হানিয়া আমিরকে দেখতে উঠেপড়ে লেগেছে ভারতীয়রা!

প্রকাশিত: ১৮:৫২, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
হানিয়া আমিরকে দেখতে উঠেপড়ে লেগেছে ভারতীয়রা!

ছবি: হানিয়া আমির

কাশ্মীরের পেহেলগাম ২২ এপ্রিল জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের কারণে ভারতে ব্লক করা হয়েছে অনেক জনপ্রিয় পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। 

এই তালিকায় রয়েছেন হানিয়া আমির, মাহিরা খান, ফওয়াদ খান, রাহাত ফতেহ আলী খান এবং আলি জাফর, আতিফ আসলামের মতো বড় তারকারাও। এই তারাকাদের সবারই ভারতে বহু ভক্ত রয়েছেন।

যেহেতু পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, তাই যদি কোনো ভারতীয় ব্যবহারকারী এই ধরনের কোনও পাকিস্তানি তারকার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চেষ্টা করেন, তখন তিনি একটি ত্রুটি বার্তা পাবেন। বলা হবে যে ‘এই অ্যাকাউন্ট ভারতে উপলব্ধ নয়’। যদিও নাকি এর পরও কিছু ভক্ত এখনো হাল ছাড়ছেন না। 

অনেক ভারতীয় অনুরাগী নাকি VPN (Virtual Private Network) ব্যবহার করে এই পাকিস্তানি শিল্পীদের ইনস্টা অ্যাকাউন্ট অ্যাক্সেস করছেন বলে জানা গেছে। 

যেসব পাকিস্তানি অভিনেতা-শিল্পীর অ্যাকাউন্ট ভক্তরা VPN-এর সাহায্যে অ্যাক্সেস করছেন, সেই তালিকায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নামও রয়েছে। হানিয়া আমিরের অ্যাকাউন্টে ভারতীয় ভক্তদের কমেন্টই তার প্রমাণ বহন করছে। দেখা যাচ্ছে হানিয়া আমিরের পোস্টে এক অনুরাগী লিখেছেন ‘আপনাকে মিস করছি’, আরেকজন লিখেছেন, ‘চিন্তা করবেন না, আমরা VPN ব্যবহার করে এসেছি, শুধু তোমার জন্য, তোমায় ভালোবাসি হানিয়া’, কারোর মন্তব্য, ‘আমরা আপনার জন্য VPN নিয়েছি’। এই ধরনের বহু কমেন্ট হানি আমিরের পোস্টে উঠে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ভক্তদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়ে উত্তর হানিয়া লিখেছেন—‘আমি কেঁদেই ফেলবো’।
 

বিভি/এ আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2