• NEWS PORTAL

  • সোমবার, ১৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নুসরাত ফারিয়ার পাশে বাঁধন, করলেন বিস্ফোরক মন্তব্য

প্রকাশিত: ১২:১৮, ১৯ মে ২০২৫

ফন্ট সাইজ
নুসরাত ফারিয়ার পাশে বাঁধন, করলেন বিস্ফোরক মন্তব্য

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে দেশের বিনোদন জগতের অনেক তারকা এরই মধ্যে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবার ফারিয়াকে গ্রেফতার নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়ার একটি ছবি শেয়ার করে সোমবার (১৯ মে) সকালে এক পোস্টে বাঁধন লিখেছেন, ‘কি লজ্জার বিষয়! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’

এরপর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাঁধন আরও লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থার নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য না।’

রবিবার (১৮ মে) দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। এরপর সোমবার সকাল ৯টায় ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2