• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই

প্রকাশিত: ১৪:০৯, ২৪ মে ২০২৫

ফন্ট সাইজ
বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই

মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২৩ মে (শুক্রবার) রাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুকুল। মা-বাবার মৃত্যুর পর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। খুব কমই বাইরে যেতেন বা কারও সঙ্গে যোগাযোগ রাখতেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা বিন্দু দারা সিং। তিনি বলেন, ‘মুকুল আর কখনও নিজেকে বড় পর্দায় দেখতে পারবেন না- এটা সত্যিই কষ্টের।’

মুকুল দেব তার অভিনয় জীবন শুরু করেন একজন মডেল হিসেবে। পরে বলিউডে পা রাখেন এবং একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেন। ‘দস্তক’ সিনেমায় সুস্মিতা সেনের বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করে নজর কাড়লেও, তার ক্যারিয়ারের অধিকাংশ সময় তিনি পার্শ্বচরিত্র ও খলনায়কের ভূমিকাতেই ছিলেন সমাদৃত।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে:

হিন্দি: দস্তক, সরফরোশ, ওয়াজুদ, হিম্মতওয়ালা, কোহরাম, জাস্ট ম্যারেড, দে তালি, রজনী
বাংলা: অভিসন্ধী, আওয়ারা, বচ্চম, সুলতান: দ্য সেভিয়ার
তামিল ও তেলেগু ছবিতেও তিনি অভিনয় করেছেন।

প্রসঙ্গত, মুকুল দেবের ভাই রাহুল দেবও বলিউডে খলনায়কের চরিত্রে বেশ জনপ্রিয়। মুকুলের হঠাৎ মৃত্যুতে বলিউড তারকাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: