• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শাহরুখকে টপকে তৃতীয় স্থানে আল্লু অর্জুন, তালিকায় নেই সালমান-আমির!

প্রকাশিত: ০১:২৭, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
শাহরুখকে টপকে তৃতীয় স্থানে আল্লু অর্জুন, তালিকায় নেই সালমান-আমির!

অভিনয় দক্ষতা, স্টারডম ও ভক্তদের ভালোবাসার মাপকাঠিতে দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের তালিকা প্রকাশ করেছে ভারতের ওরম্যাক্স মিডিয়া। ২০২৫ সালের জুন মাসের এই শীর্ষ ১০-এর তালিকায় দক্ষিণী তারকাদের দাপট আবারও চোখ কপালে তুলেছে ভক্তদের। একদিকে যেমন শীর্ষস্থান ধরে রেখেছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, অন্যদিকে জনপ্রিয়তায় কিং খান শাহরুখকে পেছনে ফেলে তাক লাগিয়েছেন  ‘পুষ্পা ২’ তারকা আল্লু অর্জুন। তবে আরও অবাক করা বিষয়, এই তালিকায় জায়গা পাননি বলিউডের দুই খ্যাতনামা অভিনেতা সালমান খান ও আমির খান।

তালিকার প্রথম স্থানটি দখল করে আছেন প্রভাস। ‘কাল্কি ২৮৯৮ এ ডি’-র মতো বড় বাজেটের ছবি ও ভক্তদের আবেগ মিলিয়ে এই জায়গা ধরে রাখতে পেরেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন তামিল সুপারস্টার থলাপতি বিজয়।

তৃতীয় স্থানে উঠে এসেছেন স্টাইলিশ স্টার অল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির আগেই সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। শাহরুখ খান চতুর্থ স্থানে নেমে গেছেন। ‘জওয়ান’ এবং ‘ডানকি’-র সাফল্য সত্ত্বেও তিনি শীর্ষ তিনের বাইরে।

পঞ্চম থেকে অষ্টম স্থানে রয়েছেন একে একে দক্ষিণী তারকারা—অজিত কুমার, মহেশ বাবু, জুনিয়র এনটিআর এবং রাম চরণ।

বলিউডের আরেক প্রতিনিধি হিসেবে নবম স্থানে রয়েছেন অক্ষয় কুমার। তার ধারাবাহিক সিনেমা রিলিজ এবং ভিন্নধর্মী চরিত্রে অভিনয় হয়তো তাকে এই তালিকায় টিকিয়ে রেখেছে।

দশম স্থানে উঠে এসেছেন নানি। ‘হিড়োহি’ বা ‘দাসরা’র মতো ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন পুরো ভারতে।

তবে ওরম্যাক্স মিডিয়ার মতে, চলতি বছরের জুন মাসের আপডেটে ভারতের সবচেয়ে জনপ্রিয় ১০ অভিনেতার তালিকা থেকে বাদ পড়েছেন সালমান খান ও আমির খান। বলা বাহুল্য, দক্ষিণী ইন্ডাস্ট্রির আধিপত্য বলিউডের অনেক তারকার কাছে যেন এক সতর্কবার্তা হয়ে এলো।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2