• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অসুস্থ রাকেশ রোশন, হাসপাতালে চলছে চিকিৎসা

প্রকাশিত: ১৯:২৪, ১৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
অসুস্থ রাকেশ রোশন, হাসপাতালে  চলছে চিকিৎসা

বলিউডে একের পর এক অঘটন। আগামী এক মাস বিশ্রামে থাকতে হবে শাহরুখ খানকে। পেশিতে চোট পেয়েছেন অভিনেতা। এ বার খবর পাওয়া গেল, পরিচালক রাকেশ রোশনও হাসপাতালে। পরিচালকের অসুস্থতার খবর জানিয়েছেন মেয়ে সুনয়না রোশন। যদিও হৃতিকের তরফে কোনও বিবৃতি মেলেনি।

গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন রাকেশ। ১৬ জুন যন্ত্রণা বাড়তেই কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। মেয়ে সুনয়না জানিয়েছেন, তার বাবার সদ্য ঘাড়ে অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। প্রাথমিক পর্যায়ে আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু এখন অনেকটা সুস্থ তিনি। তাই সাধারণ বিভাগে স্থানান্তিরত করা হয়েছে। তবে দিন কয়েক চিকিৎসকদের পরামর্শ মতো কড়া পর্যবেক্ষণে থাকতে হবে। বাবাকে এর মধ্যে বেশ কয়েক বার হাসপাতালে দেখতেও গিয়েছেন হৃতিক।

গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, ‘কৃশ’ সিরিজ়ের নতুন ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন রাকেশ। এর আগে সিরিজ়ের তিনটি ছবি পরিচালনা করেছিলেন তিনি। এ বারে ছেলের কাঁধে দিয়েছেন পরিচালনার দায়িত্ব। অর্থাৎ, তাঁর ২৫ বছরের বলিউড কেরিয়ারে এই প্রথম হৃতিক কোনও ছবি পরিচালনা করতে চলেছেন। রাকেশের সঙ্গে ‘কৃশ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2