• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিমানবন্দরে দামী ব্যাগ হারিয়ে দিশেহারা উর্বশী

প্রকাশিত: ১৮:৪৪, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বিমানবন্দরে দামী ব্যাগ হারিয়ে দিশেহারা উর্বশী

অভিনেত্রী হলেও বলিউড তারকা উর্বশী রাউতেলা অভিনয়ের তুলনায় অন্যান্য কারণেই বরাবর সংবাদের শিরোনাম হন। কখনও তার পোশাক, কখনও বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কন্টেন্ট নিয়ে বিতর্কিত হয়েছেন তিনি। এবার গয়নাসহ দামী ব্যাগ হারিয়ে আবারও আলোচনায় এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি উইম্বলডন টেনিস টুর্নামেন্ট উপভোগ করতে লন্ডনে পাড়ি দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। ভ্রমণের সময় তার সঙ্গে থাকা একটি দামি ব্র্যান্ডের ব্যাগ ও ‘লাবুবু’ পুতুল নিয়ে ইতোমধ্যেই নেটদুনিয়ায় বেশ চর্চা হয়েছে।এবার নেটিজেনদের কাছে আলোচিত সেই ব্যাগই রহস্যজনকভাবে গ্যাটউইক বিমানবন্দর থেকে চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন উর্বশী।

চুরি যাওয়া ব্যাগটিতে প্রায় ৭০ লাখ রুপির দামী গয়না ছিল বলে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে উর্বশী জানিয়েছেন। নায়িকা লিখেছেন, আমি এমিরেটস এয়ারলাইন্সের প্ল্যাটিনাম সদস্য এবং একজন আন্তর্জাতিক শিল্পী। উইম্বলডন ভ্রমণের পর গ্যাটউইক বিমানবন্দরে আমার ক্রিস্টিয়ান ডি’ওর-এর ব্যাগটি ব্যাগেজ বেল্ট থেকেই চুরি হয়ে গেছে। ব্যাগে সঠিক ট্যাগ ও টিকিট থাকার পরও এ ধরনের ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করে।”

প্রসঙ্গত, উর্বশী রাউতেলাকে সর্বশেষ চলতি বছর তেলেগু সিনেমা "ডাকু মহারাজ" ছবিতে পর্দায় দেখা গিয়েছে। আর তার এই সিনেমার গান 'দাবিডি দিবিডি’ নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছিল।নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে দৃশ্যায়িত উর্বশীর এই গানটির বিরুদ্ধে 'অশালীন’ নাচের অভিযোগ তোলে নেটাগরিকেরা।

বিভি/জোহা

মন্তব্য করুন: