আমির খানের সঙ্গে দেখা হলো দিব্য জ্যোতির

বর্তমান সময়ে ছোট পর্দার পরিচিত মুখ সৌম্য জ্যোতি ও অন্যজন দিব্য জ্যোতি। তাদের আরেক পরিচয় হলো তারা অভিনেত্রী শাহনাজ খুশি ও নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাস দম্পতির জমজ সন্তান। বাবা-মায়ের হাত ধরেই এসেছেন শোবিজ জগতে। এবার দিব্য’র দেখা হলো বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘুরতে গিয়েছেন শাহনাজ খুশি ও বৃন্দাবন দাসের পরিবার। সেখানেই আমির খানের সঙ্গে তাদের দেখা হয়।
সম্প্রতি শাহনাজ খুশি নিজের ফেসবুকে ছেলে দিব্য ও আমির খানের একটি ছবি শেয়ার করেছেন। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গেছে―বলিউড তারকা আমির খানের পাশে দাঁড়িয়ে আছেন দিব্য। তার কাঁধে ব্যাগ, পরনে শার্ট আর তার ওপরে ফুল স্লিভ সোয়েটার। আর মিস্টার পারফেকশনিস্টের পরনে কালো কুর্তা ও সাদা পাজামা।
ছবির ক্যাপশনে শাহনাজ খুশি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মেলবোর্নে রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে হঠাৎ দেখা। অতঃপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেয়া, কথা বলা।’
ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজ করেছেন দিব্য। এ কথা আমির খানকে জানানোর পর অন্যরকম আন্তরিকতা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি।
এ ব্যাপারে লিখেছেন, ‘মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে কাজের কথা শুনে অত্যন্ত আন্তরিকভাবে পিঠ চাপড়ে আদর করে দিয়েছেন। কারণ বেনেগাল স্যারের অতিশয় ভক্ত এবং তার জন্য গর্বিতও আমির খান।’
বিভি/জোহা
মন্তব্য করুন: