• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

রাজের জন্য অদ্ভুত কায়দায় চুল কাটালেন শিল্পা

প্রকাশিত: ২০:৫০, ২৬ অক্টোবর ২০২১

আপডেট: ২১:১২, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
রাজের জন্য অদ্ভুত কায়দায় চুল কাটালেন শিল্পা

ছবি: ইনস্টাগ্রাম

পর্নভিডিও কাণ্ডে রাজ কুন্দ্রা জেলে থাকাকালীন নাকি শিল্পা শেঠি মানত করেছিলেন যে রাজ জেল থেকে মুক্তি পেলে তিনি চুল কেটে ফেলবেন। তাই অভিনব কায়দায় চুল কাটালেন শিল্পা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চুল কাটার ভিডিওটি শেয়ার করেছেন শিল্পা। তাতে দেখা যায়, মাথার নিচের অংশ থেকে বেশ খানিকটা ছেঁটে ফেলা হচ্ছে।

আরও পড়ুন:
মধুমিতা’র বয়স দুই?
ছেলের প্রেমিকার জন্মদিনে দামি উপহার শ্রাবন্তী’র

হাঁটতে পারছেন না ঋতাভরী 

আরও একটি ভিডিও দিয়েছেন শিল্পা। যেখানে দেখা যাচ্ছে, নতুন কায়দায় চুল বাঁধছেন তিনি। তারপর শরীরচর্চায় মেতে উঠছেন রাজ-পত্নী। সেই ভিডিওর পাশে তিনি লিখেছেন, ‘জীবনে একবারও ঝুঁকি না নিয়ে কিভাবে জীবন যাপন করবে তুমি? তা সে চুল ছেঁটে ফেলা হোক বা নতুন শরীরচর্চা রপ্ত করাই হোক।

গত ১৯ জুলাই পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার জন্য রাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। অভিযোগ, পর্ন বানিয়ে ‘হটশটস’ এবং ‘বলিফেম’ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন রাজ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেওয়ার পর ‘বলিফেম’ তৈরি করা হয়েছিলো।

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2