• NEWS PORTAL

  • বুধবার, ১৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অভিনেতা সিয়াম আহমেদের জন্মদিন আজ

প্রকাশিত: ১৬:২০, ২৯ মার্চ ২০২২

আপডেট: ১৬:২১, ২৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
অভিনেতা সিয়াম আহমেদের জন্মদিন আজ

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের ৩১ তম জন্মদিন আজ। ১৯৯০ সালে এই দিনে ঢাকায় জন্ম নেন তিনি। ২০১২ সাল থেকে পড়াশোনার পাশাপাশি টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন, উপস্থাপনা করতেন।

সিয়াম আহমেদ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয় নিয়ে উচ্চতর ডিগ্রির জন্য লেখাপড়া করেন। তার প্রথম নাটক ছিল ‘ভালোবাসা ১০১’। এই নাটকের মধ্য দিয়েই টেলিভিশনে অভিনয়ের আত্মপ্রকাশ ঘটে তার। এর পরে একাধিক টিভি নাটকে অভিনয় করেন এই অভিনেতা

সিয়াম আহমেদ ২০১৭ সালে ‘পোড়ামন ২’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হয়। তারপর থেকে তার অভিনীত সব কয়েকটি ছবি এখন পর্যন্ত ব্যবসা সফল হয়েছে। তার মুক্তি পাওয়া ছবির মধ্যে রয়েছে, দহন (২০১৮), ফাগুন হাওয়ায় (২০১৯), বিশ্বসুন্দরী (২০২০)।

এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’, ‘বায়োপিক’, ‘বঙ্গবন্ধু’, ‘শান’ সহ আরও কিছু সিনেমা। যেখানে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

২০২০ সালের চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান সিয়াম আহমেদ। প্রথমবারের মতো এই রাষ্ট্রীয় সম্মাননা পেলেন এই অভিনেতা।

বিভি/রিসি

মন্তব্য করুন: