• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছেঃ প্রভা

প্রকাশিত: ১৯:৫৮, ৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছেঃ প্রভা

দেশের শোবিজ জগতের অন্যতম জনপ্রিয় নাম সাদিয়া জাহান প্রভা। আলোচনা-সমালোচনা ঘিরে তার নামটি সব সময় সামনে আসে। ক্যারিয়ারে জোয়ার-ভাটা মিলিয়ে তিনি পার করেছেন এক কণ্টকাকীর্ণ পথ। বর্তমানে আছেন সাফল্যের চূড়ায়। নানান বাধা বিপত্তি ও সমালোচনা উপেক্ষা করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

তবে অতীত আজও তার পিছু ছাড়েনি। এ নিয়ে সামাজিকমাধ্যমে মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হতে হয় এ অভিনেত্রীকে। যা ব্যথিত করে তাকে। তবে শত প্রতিকূলতা অতিক্রম করে নিজের পথেই আছেন তিনি।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে প্রভা লেখেন, ‘কতবার কষ্ট পেয়েছি! আমি বেশিরভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। আমার ভেঙে পড়া আছে, কিন্তু আমি এখনো এখানে আছি। বেঁচে আছি, লড়াই করছি, যা স্বপ্ন দেখি, সেটা অর্জন করছি; যা আমার প্রাপ্য সেটা দাবি করছি। আলহামদুলিল্লাহ্‌। ’

এদিকে ফেলে আসা অতীত নিয়ে প্রশ্ন তোলেন অনেকে; এমন ইঙ্গিত দিয়ে শুক্রবার (০৮ এপ্রিল) ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছেন প্রভা। সেখানে লেখা রয়েছে, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে। ’

অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব প্রভা। নিয়মিত সেখানে লাস্যময়ী ভঙ্গিমায় ছবি পোস্ট করার পাশাপাশি কাজের আপডেট জানান এই অভিনেত্রী।  

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2